Breaking Ticker

Jai Shree Krishna এর অষ্টাত্তর শতনাম।

নমস্কার, সনাতন ধর্মের জয় । এই ব্লগে এটি আমার প্রথম আর্টিক্যাল । ভাবলাম jai shree krishna এর অষ্টাত্তর শতনাম দিয়ে শুরু করি । এর থেকে ভালো শুরু আর কি হতে পারে ? সনাতন ধর্ম কথা নিয়ে আমার এই ব্লগ । আশা করি আপনাদের সবার ভালো লাগবে ।


jai shree krishna
jai shree krishna এর অষ্টাত্তর শতনাম

শ্রী কৃষ্ণের অষ্টাত্তর শতনাম এর মধ্যে রয়েছে মধু, আনন্দ, প্রেম, হাসি, কান্না, সবকিছুই আছে । ভগবান আমাদের প্রতিটি নিঃশাসের সঙ্গে জড়িত আছেন । সুতরাং আমাদের ও তাকে ভালোবাসা এবং তাকে মনভরে-প্রানভরে ভক্তি করা । যদি নিয়মিত শ্রী কৃষ্ণের অষ্টাত্তর শতনাম পঠন-পাঠন করা যায়, তাহলে শ্রীশ্রী রাধা-কৃষ্ণের চরণ লাভ করা যায় । তাহলে আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে শুরু করলাম । ভুল হলে ক্ষমা করবেন ।


jai shree krishna এর অষ্টাত্তর শতনাম :


জয় জয় গোবিন্দ গোপাল গাদাধর ।

কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর ।।

জয় জয় গোবিন্দ গোপাল বনমালী ।

শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি ।।

হরিনাম বিনে রে গোবিন্দনাম বিনে ।

বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে ।।

দিন গেলো মিছা কাজে রাত্রি গেলো নিদ্রে ।

না ভোজিনু রাধা-কৃষ্ণ চরণারবিন্দে ।।

কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু ।

মিছা-মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু ।।

ফলরুপে পুত্র-কন্যা ডাল ভাঙি পড়ে ।

কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে ।।

যখন কৃষ্ণ জন্ম নিলো দেবকী উদরে ।

মথুরাতে দেবগন পুস্পবৃষ্টি করে ।।

বাসুদেব রাখি আইলো নন্দের মন্দিরে ।

নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে ।।


শ্রীনন্দ রাখিলো নাম 'নন্দের নন্দন' ।

যাশোদা রাখিলো নাম 'যাদু বাছাধন' ।।

উপানন্দ নাম রাখে 'সুন্দর গোপাল' ।

ব্রজবালক নাম রাখে 'ঠাকুর রাখাল' ।।

সুবল রাখিলো নাম 'ঠাকুর কানাই' ।

শ্রীদাম রাখিলো নাম 'রাখলরাজা ভাই' ।।

'ননীচোরা' নাম রাখে যতেক গোপিনী ।

'কালোসোনা' নাম রাখে রাধা বিনোদিনী ।।

চন্দ্রবলি নাম রাখে 'মোহন বংশীধারি' ।

কুব্জা রাখিলো নাম 'পতিতপাবন হরি' ।।

'অনন্ত' রাখিলো নাম অন্ত না পাইয়া ।


তত্ত্ব :

এখানে jai shree krishna এর অষ্টাত্তর শতনাম এর মধ্যে এই যে কথাটি রয়েছে যে, ('অনন্ত' রাখিলো নাম অন্ত না পাইয়া ) । এই কথাটির মানেটা কি ? আমাকে কমেন্ট করে বলবেন । যে, শ্রীকৃষ্ণের নাম যদি 'অনন্ত' রাখা হয় তাহলে নামটা কে রেখেছে ? আর যদি অনন্ত নামে কেও শ্রীকৃষ্ণের নাম রেখে থাকেন তাহলে তিনি কি নাম রেখেছেন ?


'কৃষ্ণ' নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া ।।

কনবমুনি রাখে নাম 'দেব চক্রপানি' ।

'বনমালী' নাম রাখে বনের হরিণী ।।

গজরাজ নাম রাখে 'শ্রীমধুসুদন' ।

অজামিল নাম রাখে 'দেব নারায়ণ' ।।

পুরন্দর নাম রাখে 'দেব শ্রীগোবিন্দ' ।

দ্রৌপদী রাখিলো নাম 'দেব দিনবন্ধু ।।

সুদামা রাখিলো নাম 'দরিদ্রভঞ্জন' ।

ব্রজবাসী নাম রাখে 'ব্রজের জীবন' ।।


'দর্পহারি' নাম রাখে অর্জুন সুধীর ।

'পাশুপতি' নাম রাখে গরুড় মহাবীর ।।

যুধিষ্ঠীর নাম রাখে 'দেব যদুবর' ।

বিদুর রাখিলো নাম 'কাঙালের ঠাকুর' ।।

বাসুকী রাখিলো নাম 'দেব সৃষ্টি-স্থিতি ।

ধ্রুবলোকে নাম রাখে 'ধ্রুবের সারথী' ।।

নারদ রাখিলো নাম 'ভক্তপ্রানধন' ।

ভীষ্মদেব নাম রাখে 'লক্ষী নারায়ন' ।।


সত্যভামা নাম রাখে 'সত্যের সারথী' ।

জাম্ববতি নাম রাখে 'দেব যোদ্ধাপতি' ।।

বিশ্বামিত্র নাম রাখে 'সংসারের সার' ।

অহল্যা রাখিলো নাম 'পাষান উদ্ধার' ।।

ভৃগুমুনি নাম রাখে 'জগতের হরি' ।

পঞ্চমুখে 'রাম' নাম গান ত্রিপুরারি ।।

কুঞ্জকেশী নাম রাখে 'বলী সদচারী' ।

প্রহ্লাদ রাখিলো নাম 'নৃসিংহ মুরারি' ।।


দৈত্তারি দ্বারকানাথ দারিদ্রভঞ্জন ।

দয়াময় দ্রৌপদীর লজ্জা-নিবারন ।।

স্বরূপে সবার হয় গোলোকেতে স্থিতি ।

বৈকুন্ঠে বৈকুন্ঠনাথ কমলার পতি ।।

বাসুদেব প্রদুন্মদি চতুর্ব্যুহ সহ ।

মহৈশ্বর্যপূর্ন হয়ে বিহার করহ ।।

অনিরুদ্ধ সংকর্ষণ নৃসিংহ বামন ।

মৎস কুর্ম বারাহাদি অবতারগণ ।।


ক্ষীরদকশায়ী হরি গর্ভদবিহারী ।

করাণসাগরে শক্তি মায়াতে সঞ্চারী ।।

বৃন্দাবনে করো লীলা ধরি গোপবেশ ।

সে লীলার অন্ত প্রভু নাহি পায় শেষ ।।

পুতুনা বিনাশকারি শকটভঞ্জন ।

তৃণাবর্ত বক কেশী ধেনুক মর্দন ।।

অঘারি গোবৎসহারী ব্রহ্মার মোহন ।

গিরিগবর্ধনধারি অর্জুন ভঞ্জন ।।


কালিয়াদমনকারি যমুনাবিহারী ।

গোপীকূলবস্ত্রহারী শ্রীরাসবিহারী ।।

ইন্দ্রদর্পনাশকারী কুব্জামনোহারী ।

চানুর-কাংসাদি নাশী আক্রুরনিস্তারী ।।

নবীন নীরদ কান্তি শিশুগোপবেশ ।

শিখিপুচ্ছ বিভূষিত ব্রহ্ম পরমেশ ।।

পিতাম্বর বেণুধর শ্রীবৎসলাঞ্ছন ।

গোপগোপী পরিবৃত কমল নয়ন ।।


বৃন্দাবন বানাচারী মদন মোহন ।

মথুরামণ্ডালচারী শ্রীযদুনন্দন ।।

সত্যভামা প্রানপতি রুক্মিনীরমন ।

প্রদ্যুন্ম জনক শিশু পাল্যাদি দমন ।।

উদ্ধবের গতিদাতা দ্বারকার পতি ।

তৃভূবন পরিত্রাতা অখিলের গতি ।।

শাল্ব দন্তবক্র নাশী মহিষী বিলাসী ।

সাধুজন ত্রাণকর্তা ভুভার বিনাশী ।।


পান্ডবের শখা কৃষ্ণ বিদূরের প্রভু ।

ভীষ্মের উপাস্যদেব ভুবনের বিভু ।।

দেবের আরাধ্যদেব মুনিজনগতি ।

যোগিধ্যেয় পাদপদ্ম রাধিকার পতি ।।

রসময় রসিক নাগর অনুপম ।

নিকুঞ্জবিহারী হরি নবঘনশ্যাম ।।

শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর ।

তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর ।।


কল্পতরু কমললোচন হৃষীকেশ ।

পতিতপাবন গুরু জ্ঞান উপদেশ ।।

চিন্তামনি চতুর্ভুজ দেব চক্রপানি ।

দীনবন্ধু দেবকীনন্দন যদুমনি ।।

অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ।

নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা ।।

নাম ভজ নাম চিন্ত নাম কর সার ।

অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার ।।


শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান ।

তথাপি না হয় কৃষ্ণ নামের সমান ।।

যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি ।

নামের সহিত আছেন আপনি শ্রীহরি ।।

শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন ।

যে নাম শ্রবনে হয় পাপ বিমাচন ।।

কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে ।

পালাইতে পথ নাই যম আছে পিছে ।।


কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর ।

যেইজন কৃষ্ণ ভজে সে বড়ো চতুর ।।

ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় ।

সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় ।।

হিরণ্যকশিপুর করি উদর বিদারণ ।

প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ ।।

বলিরে ছলিতে প্রভু হইলা বামন ।

দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ ।।


অষ্টত্তর শতনাম যে করে পঠন ।

অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ।।

ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন ।

মথুরায় কংস ধংস লংকায় রাবন ।।

বকাসুর বধ আদি কালিয়া দমন ।

দ্বিজ হরিদাস কহে নাম সংকীর্তন ।।


Jai shree krishna এর অষ্টাত্তর শতনাম যে কোনো সময় যে কোনো পরিস্তিতিতে শুনতে, পড়তে অথবা বলতে ভালো লাগে । এবং মনে ভীষণ আনন্দ হয়। এই জন্যে ভাগ ভাগ করে লিখলাম যাতে মুখস্ত করতে সুবিধা হয় । আপনারা যদি পারেন তাহলে মুখস্ত করবেন এবং নিয়মিত পাঠ করবেন। দেখবেন আপনাদের মনুষ্য জন্ম বৃথা যাবে না। নমস্কার, হরে কৃষ্ণ।।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.