Breaking Ticker

Shani Dev এর কুদৃষ্টি পরায় রাধা কৃষ্ণের কি হয়েছিল ? Shani Dev এর কুদৃষ্টি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় ?

প্রিয় সনাতনী ভক্তরা, অনেকদিন পরে sanatan sikkha আবার একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। অন্যান্য বিষয়ের মতো আজকের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের বিষয়টি হলো Shani Dev এর কুদৃষ্টি পরায় রাধা কৃষ্ণের কি হয়েছিল এবং Shani Dev এর কুদৃষ্টি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় ? আজকে দারুন একটি পোস্ট তৈরী হতে চলেছে। আর আজকের পোস্টটি তৈরী করে আমি খুবই আনন্দিত হবো কারন আজকের পোস্টে Shani Dev এর কুদৃষ্টি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় ? এই বিষয় নিয়েও আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক...


shani dev,
Shani Dev

Shani dev এর পরিচয় :

Shani dev হলো সকলের কর্মফল দাতা। অর্থাৎ যে যেইরকম কর্ম করে শনিদেব তাকে সেইরকম ফল দিয়ে থাকে। সে কোন দেবতাই হোক বা কোনো মানুষই হোক তিনি সবার কর্মফল দাতা। স্বয়ং সূর্যদেব হলেন তার পিতা এবং ছায়া দেবী হলেন তার মাতা। কথিত আছে শনিদেব হলো মহাদেবের পরম ভক্ত।


শ্রীকৃষ্ণের প্রতি Shani dev এর ক্রোধ :

শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন সকল দেবগন ও প্রতিবেশীরা তাকে দর্শন করার জন্যে আসে। Shani dev ও এসেছিলেন। একে একে সবাই শ্রীকৃষ্ণকে দর্শন করেন কিন্তু শনিদেব ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন না। কারন শনিদেব যখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে যান তখন সেখানকার দরজা বন্ধ হয়ে যায়। ফলে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পারেন না। এই জন্যেই শ্রীকৃষ্ণের প্রতি Shani dev এর ক্রোধের জন্ম নেয় আর তা দিনের পর দিন বাড়তে থাকে।


শ্রীকৃষ্ণের সাথে Shani dev এর সাক্ষাৎ :

বহু বছর পর শ্রীকৃষ্ণের সাথে Shani dev এর দেখা হয়। তখন শনিদেব বলেন যে তিনি শ্রীকৃষ্ণকে তার কুদৃষ্টি দিবেন। কিন্তু কেন ? উত্তরে শনিদেব বলেন যে শ্রীকৃষ্ণ জন্মের পর তাকে দর্শন দেন নি আর তাতে শনিদেবের অপমান হয়েছে আর তাছাড়াও শ্রীকৃষ্ণ শনিদেবের বোন যমুনাকে বিবাহ করেন কিন্তু যমুনা দেবীকে একাই তার জীবন কাটাতে হয়। কারন শ্রীকৃষ্ণ তো যমুনাদেবীর সঙ্গে থাকেন না। তাই তিনি কর্মফল দাতা হিসাবে শ্রীকৃষ্ণকে তার কুদৃষ্টি দিবেন। তাদের দুজনের কোথাপকথন চলাকালীন সেখানে মহাদেবের আগমন হয়। মহাদেব শনিদেবকে সত্যিটা বলেন যেটা নাকি শনিদেব জানতেন না। তিনি শনিদেবকে বলেন শনিদেব, তোমাকে কর্মফলদাতা শ্রীকৃষ্ণই বানিয়েছেন। আর আমি মাধ্যম মাত্র। শনিদেবের কুদৃষ্টির যে এতো ক্ষমতা, এতো শক্তি তা কিন্তু শ্রীহরি বিষ্ণুই তাকে দিয়েছেন। এতদিন শনিদেব জানতেন যে তাকে কর্মফলদাতা মহাদেব বানিয়েছেন। কিন্তু না, এখন তিনি সত্যিটা জানতে পারেন। এখন তিনি জানতে পারেন যে, তাকে কর্মফলদাতা শ্রীবিষ্ণুর কথা অনুযায়ী মহাদেব তাকে বানিয়েছেন। আর শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণ তো একই। তাই মহাদেব শনিদেবকে বলেন তিনি যেন শ্রীকৃষ্ণকে তার কুদৃষ্টি না দেন।


রাধা কৃষ্ণের ওপর Shani deb এর কুদৃষ্টি :

সত্যিটা জেনেও শনিদেবের মন শান্ত হয়নি। তিনি মনে মনে প্রতিজ্ঞা নিয়ে ফেলেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে তার কুদৃষ্টি দিবেই। তাই তিনি আবার শ্রীকৃষ্ণের দিকে রওনা হলেন। এবার তিনি দেখেন শ্রীকৃষ্ণের সাথে দেবী রাধাও আছে। শ্রীকৃষ্ণ Shani dev কে বলেছিলেন তুমি আমাকে তোমার কুদৃষ্টি দিতে চাইছো তা তুমি অবশ্যই দাও। কিন্তু আমি এটা চাই না যে ভবিষ্যতে কেউ তোমাকে নিয়ে বা তোমার কর্মফল নিয়ে কোন প্রশ্ন করুক। তুমি তোমার কর্ম করো। অন্যদিকে দেবী রাধা তো শ্রীকৃষ্ণের কোনধরনের অসুবিধা সহ্য করতে পারেন না। তাই তিনি শনিদেব কে বলেন যদি শ্রীকৃষ্ণকে আপনার কুদৃষ্টি দিতেই হয় তাহলে তার আগে তা আমাকে দিন। কারন আমি কৃষ্ণ থেকে দূরে থাকতে পারবো না। শনিদেব সব কিছু শুনে শেষ পর্যন্ত্য রাধা ও কৃষ্ণের ওপর তার কুদৃষ্টি দিয়েই দেয়। আর তার পর চমৎকার হয়। যেটা শনিদেব দেখেও অবাক হয়ে যান।


রাধা কৃষ্ণ কি একজন না দুইজন ?

কেন রাধারানী শ্রীকৃষ্ণের মাথায় তার চরণধূলি দিয়েছিলেন ?


Shani Dev এর কুদৃষ্টি পরায় রাধা কৃষ্ণের কি হয়েছিল :

রাধা কৃষ্ণের ওপর Shani dev এর কুদৃষ্টি পড়ার পর তার ফল সম্পূর্নভাবে বিপরীত হয়ে যায়। অর্থাৎ যেখানে কুদৃষ্টি পড়ে সেখানে অন্ধকার হয়ে যায়। আর রাধা কৃষ্ণের ওপর কুদৃষ্টি পড়ায় সেখানে আলোতে ভোরে যায়। সমস্ত গাছপালা তাজা হয়ে উঠে। আর রাধা কৃষ্ণও বিচ্ছেদ হয় না। রাধা কৃষ্ণের ওপর শনিদেবের দৃষ্টি একটি চমৎকারে পরিনত হয় যেটা দেখে শনিদেব নিজেই অবাক হয়ে যান। আর এই চমৎকার দেখে স্বয়ং মহাদেবও খুশি হন।


শ্রীকৃষ্ণের উক্তি :

Shani dev এর দৃষ্টি নিয়ে শ্রীকৃষ্ণ যা বলেছইলেন তা আমাদের কাছে এক শিক্ষনীয় বিষয়। আর তা আমাদের পালন করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন আমরা সবাই তো শনিদেবের কুদৃষ্টি দেখে ভয় পাই কিন্তু কারো কর্ম যদি শুভ হয়, শুদ্ধ হয়, পবিত্র হয় তাহলে শনিদেবের কুদৃষ্টি প্রেম দৃষ্টিতে পরিনত হয়। আর প্রেমদৃষ্টি সবসময় কুদৃষ্টি থেকে বেশি শক্তিশালী হয়। তাই শনিদেবের কুদৃষ্টিকে ভয় না পেয়ে নিজের কর্মকে শুভ ও শুদ্ধ করা উচিত।


Shani Dev এর কুদৃষ্টি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় :

শ্রীকৃষ্ণ আরও বলেন, এই সংসারে সবার অপর একবার করে Shani dev এর দৃষ্টি অবশ্যই পড়বে। শুধু এইজন্যে পড়বে যে তারা যেন সৎকর্মকে বুজতে পারে এবং তারা যেন তাদের ভুল বুঝে সঠিক পথে এগোতে পারে। আর কেও যদি তাদের পাপ কর্মকে বুঝে প্রায়চিত্ত করতে চায় তাহলে তাকে মহাদেবের আরাধনা করতে হবে এবং তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। আর মহাদেব যদি সেই আরাধনায় সন্তুষ্ট হয় তাহলে শনিদেবও সেই ব্যাক্তিকে সৎকর্ম করার একটি সুযোগ দিবেন। এইভাবে আমরা সবাই শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পেতে পারি।


উপসংহার :

আজকের পোস্ট পড়ে আপনারা জানলেন Shani Dev এর কুদৃষ্টি পরায় রাধা কৃষ্ণের কি হয়েছিল এবং Shani Dev এর কুদৃষ্টি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় ? পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিতে হচ্ছে।  ।। জয় শ্রীকৃষ্ণ ।। 


FAQ :

Shani dev এর বাহন কি ?

Shani dev এর বাহন হলো শকুন।


কি দিয়ে পুজো দিলে Shani dev খুশি হন ?

সরিষা তেল দিয়ে পুজো দিলে Shani dev খুশি হন।


Shani dev এর আরাধ্য দেবতা কে ?

Shani dev এর আরাধ্য দেবতা হলো মহাদেব। আবার তিনি শ্রীকৃষ্ণেরও ভক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.