Breaking Ticker

অসাধারন একটি দেহতত্ত্ব বাংলা গান ।। Jonopriyo Ekti Bangla Gaan ।।

নমস্কার, সবাইকে Sanatan Sikkha তে স্বাগত জানাই। আজকের পোস্টে আমি একটি Bangla Gaan নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসলে যেই Bangla Gaan টি নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই একটি জনপ্রিয় Boul Gaan। গানটির নাম হলো মায়া নদী (Maya Nodi) কেমনে যাবি বাইয়া। এটি কিন্তু একটি দেহতত্ত্ব গান, তাই গানটিকে কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। গানটি যদি বোঝেন তাহলে সত্যি গানটি আপনাদের খুবই ভালো লাগবে। তবে আমি কিছু কিছু বোঝানোর চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করা যাক...

maya nodi bangla gaan
Maya Nodi Bangla Gaan

Bangla Gaan / Maya Nodi :

মায়া নদী...   কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া

মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া

ও নাইয়া রে...    নাইয়া রে...
ওরে মায়া নদীর হোপার ডাকে
পার ভাঙিয়া পানি ছোটে
ও তোর স্বাদের বাগান গেলোরে ভাসিয়া...
কতো সাদুগুরু ভাইসা দাঁড়ায়রে নাইয়া...
ও কতো সাদুগুরু...
ও কতো সাদুগুরু ভাইসা দাঁড়ায়রে নাইয়া...
ওই মায়া নদী দিয়া।।

মায়া নদী কেমনে যাবি বাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া।।

ও নাইয়া রে...
ওরে অষ্ট আঙ্গুল নদীর দ্বীপে
হাউস কাটা মাপে ঠিক
চার আঙুলে যাওনা পাড়ি দিয়া...

অষ্ট আঙ্গুল নদীর দ্বীপ। হাউস কাটা মাপে ঠিক। মহাজনে বলেছে চার আঙুলে পাড়ি দিতে। আট আঙ্গুল শক্তি আছে আর চার আঙুলে পাড়ি দিয়ে যেতে পারলে এই দেহ সুস্থ থাকবে। দেহ সুস্থ থাকলে প্রান গোবিন্দের যুগল চরণ দর্শন করা যাবে। বৃন্দাবনে যাওয়া যাবে। নবদ্বীপে যাওয়া যাবে। আর দেহ যদি সুস্থ না থাকে বৃন্দাবনেও যাওয়া যাবে না। নবদ্বীপেও যাওয়া যাবে না। তাই মহাজন গানের ভাষায় বলছেন...

অষ্ট আঙ্গুল নদীর দ্বীপে
হাউস কাটা মাপে ঠিক
চার আঙুলে যাওনা পাড়ি দিয়া...
আবার বেহুঁশারে দিলে পাড়িরে নাইয়া...
আবার বেহুঁশারে দিলে পাড়িরে নাইয়া...
মরবি হাবুডুবু খাইয়া।।

মায়া নদী কেমনে যাবি বাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া।।

ও নাইয়া রে...
মায়া নদীর পিছল ঘাটে
ছয় রমণী স্নান করে
তাদের রূপ দেখিয়া যাইয়ো না ভুলিয়া...
মায়া নদীর পিছল ঘাটে
ছয় রমণী স্নান করে
তাদের রূপ দেখিয়া যাইয়ো না ভুলিয়া...

ও তাদের রূপ দেখিয়া ভুইলা গেলেরে নাইয়া...
তাদের রূপ দেখিয়া....
তাদের রূপ দেখিয়া ভুইলা গেলেরে নাইয়া...
মরবি পার ঘাটায় ডুবিয়া।।

মায়া নদী কেমনে যাবি বাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া।।

ও নাইয়া রে....    নাইয়া রে....
মায়া নদীর আকে বাকে
কুমির থাকে ঝাঁকে ঝাঁকে
সুযোগ পেলে ফেলবে তোমায় খাইয়া...
মায়া নদীর আকে বাকে
কুমির থাকে ঝাঁকে ঝাঁকে
সুযোগ পেলে ফেলবে তোমায় খাইয়া...

হরি নামের হলুদ গায় মাখিলেরে নাইয়া
কৃষ্ণ নামের হলুদ
কৃষ্ণ নামের হলুদ গায় মাখিলেরে নাইয়া
ওই কুমির তোমায় খাবে না।।

মায়া নদী কেমনে যাবি বাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া।।

মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া।।

মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে...     যাবি বাইয়া।।

 

আরো একটি দেহতত্ত্ব গান :

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়ো না

Tatto / তত্ত্ব :

রঙ্গিলা দেশের নাইয়া = এই মায়াময় জগতের মানুষ।
ছয় রমণী = দেহের ছয় রিপু। যথা : কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ্ ও মাৎসর্য। আপনারা বেশি করে কমেন্ট করলে আমি ছয় রিপু নিয়ে একটি পোস্ট লিখতে পারি।

Conclusion / উপসংহার :

কেমন লাগলো Bangla Gaan টি ? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এইরকম আরো অনেক দেহতত্ত্ব গানের জন্যে আমার সাথে থাকবেন। আর যদি অন্য কোনো Boul Gaan গান আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি সেই গানটিকে লেখার চেষ্টা করবো। সত্যি কথা বলতে কি এই Maya Nodi গানটি আমার খুবই প্রিয় একটি গান। আপনাদের প্রিয় গানটি আমাকে লিখে জানাবেন।    ।।। ধন্যবাদ।।।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.